সিরাজগঞ্জে কিশোরীকে গণধর্ষণের পর কীটনাশক পান করিয়ে হত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুরে পলি খাতুন (১৩) নামে এক কিশোরীকে গণধর্ষণের পর বিষপান করিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার নরিনা ইউনিয়নে এই ঘটনা ঘটে। ওই কিশোরীর মরদেহ আজ বুধবার সকালে উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যার কিছু আগে বাড়ির পাশের ক্ষেতে পলি শাক তুলতে যায়। এ সময় তাকে একা পেয়ে একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আতিক (১৫), শহিদের ছেলে মনিরুল (১৫), আক্তার হোসেনের ছেলে নাহিদ (১৮) তাকে ধর্ষণ করে। পরে তাকে কীটনাশক খাইয়ে দেয়। সন্ধ্যার কিছু সময় পর বাড়িতে গিয়ে পলি অসুস্থ হয়ে পড়ে এবং বাবা-মার কাছে সব খুলে বলে। পরিবারের লোকজন প্রথমে তাকে পোতাজিয়া পরে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

নরিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক মন্ত্রী বলেন, ‘মেয়েটিকে গণধর্ষণের পর বিষপান করানো হয়েছে বলে শুনেছি।’

এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা গোলাম কিবরিয়া বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। কিশোরীর মৃত্যু সন্দেহজনক। ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে মামলার

আরো পড়ুন