কামারখন্দে স্ত্রীকে এসিড দিয়ে ঝলসে দিল স্বামী; বিচারের দাবি সৃষ্টি হিউম্যান রাইটস’র

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় স্বামীর এসিড নিক্ষেপে মুর্শিদা খাতুন নামে এক গৃহবধূর শরীর ঝলসে গেছে। পাষণ্ড স্বামীর নাম আবু হানিফ ।

মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মুর্শিদাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুর্শিদা উপজেলার কাচারিপাড়া ভদ্রঘাট গ্রামের গোলাম হোসেনের মেয়ে। একই উপজেলার মেগাই ভদ্রঘাট গ্রামে তার বিয়ে হয় ।

গৃহবধূর বাবা গোলাম হোসেনের অভিযোগ, বছর তিনেক আগে আবু হানিফের সঙ্গে মুর্শিদার বিয়ে হয়। বিয়েতে এক ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৩০ হাজার টাকা দেয়া হয়। অথচ, বিয়ের পর থেকে আবু হানিফ নানা অজুহাতে টাকা দাবি করে আসছে। ১৫ দিন আগেও ৫০ হাজার টাকায় নতুন টিনের ঘর করে দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে আবু হানিফ আরও টাকা দাবি করে মুর্শিদাকে মারধর করে। এসিড দিয়ে তার শরীরের নিচের অংশ ঝলসে দেয়। খবর পেয়ে আমার স্ত্রী ও দুই ভাই আবু হানিফের বাড়ি গেলে তারা হামলা চালায়। এতে আমার ভাই মতিউর রহমান ও ইমরান হোসেন আহত হয়। পরে মুর্শিদাকে হাসপাতালে ভর্তি করা হয়।

কামারখন্দ ওসি হাবিবুল ইসলাম জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এদিকে পাষন্ড স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে মানবাধিকার সংস্থা সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি। সংস্থার চেয়ারম্যান আনোয়ার-ই-তাসলিমা বলেন, এসিড নিক্ষেপ আইনিয় দণ্ডনীয় অপরাধ। এছাড়াও পাষন্ড স্বামী বারবার যৌতুকের জন্য চাপ দেয়। এ রকম ঘটনা মেনে নেওয়া যায় না। পাষন্ড স্বামীকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।’’

আরো পড়ুন