মো: আ: হামিদ টাংগাইল জেলা প্রতিনিধি:-টাংগাইলের মধুপুরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ওই বিদ্যালয়ের নাইটগার্ড কাম পিয়ন সবুজ সরকারকে বরখাস্ত করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
২৭ মার্চ বুধবার উপজেলার গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন বখাটে সবুজ সরকার প্রায়ই বিভিন্ন শ্রেণির মেয়েদেরকে বিরক্ত করত। বুধবার ৫ম শ্রেণির এক ছাত্রীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন। ওই ছাত্রীর চিৎকারে অন্য ছাত্রীরা দৌড়ে এসে তাকে উদ্ধার করেন।
বিষয়টি জানাহানি হলে পিয়ন সবুজ সরকাররের বিচার দাবিতে বিক্ষোভ করেন এলাকাবাসী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবু কর সিদ্দিক জানান,এলাকাবাসীর বিচারের দাবিতে অবস্থা বেগতিক দেখে শিক্ষা অফিস তাকে বরখাস্ত করেছেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো.হেলাল উদ্দিন জানান,মেয়েটির বক্তব্য শোনে মিটিং এ অভিযুক্ত পিয়নকে বরখাস্তের সিদ্ধান্ত হয়।
স্থানীয় ইউ.পি মেম্বার মো.জয়নাল আবেদীন জানান, সবুজ সরকার লম্পট! ইউতপূর্বে তার প্রতারণার কারণে একটি মেয়ে আত্মহত্যাও করাছেন।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন জানান, অভিযোগের প্রেক্ষিতে তদন্দপূর্বক তাকে বরখাস্ত করা হয়েছে।