নিজস্ব প্রতিনিধি: “পরিস্কার- পরিছন্নতা শুরু হোক আমাদের থেকে” স্লোগানে শেরপুর সদর উপজেলার ফসিহ উল উলুম দাখিল মাদ্রাসায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৮ মার্চ বৃহস্পতিবার নিয়মিত ইভেন্ট হিসেবে শিক্ষক – শিক্ষার্থীদের সহযোগিতায় মাদ্রাসা মাঠে এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।
এ অভিযানে মাদ্রাসার সুপার(প্রধান শিক্ষক) মাওলানা আনোয়ারুল ইসলামসহ কয়েকশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এ সময় সিনিয়র শিক্ষক মেরাজ উদ্দিন পরিস্কার ক্যাম্পাস গড়তে সকল শিক্ষার্থীকে যত্রতত্রময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য অনুরোধ জানান। এ জাতীয় সচেতনতা অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়ার আহবান করেন।
তিনি আরও বলেন, আর্বজনামুক্ত ক্যাম্পাস গড়তে প্রতি বৃহস্পতিবার এ কার্যক্রম অব্যহত থাকবে।
মাদ্রাসার সম্মুখের সড়ক ও ক্যাম্পাস পরিস্কার করার মধ্যদিয়ে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের সমাপ্তি ঘটে।