শেরপুরের শ্রীবরদীতে অগ্নিকান্ডে একটি বাড়ি ভস্মিভূত হয়েছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে ৮ লক্ষাধিক টাকা। তবে অক্ষত রয়েছে একটি কোরআন শরিফ।
গতকাল ২৭ মার্চ বুধবার বিকেলে উপজেলার গড়জরিপা ইউনিয়নের গড়জরিপা কাগডের গ্রামে আইয়ুব আলীর বাড়িতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
জানা যায়, আইয়ুব আলী অসুস্থ্য। এ জন বুধবার সকালে তার ছেলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বিকেলে ঘরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের বিস্তৃতি ঘটে। এ সময় আইয়ুব আলীর স্ত্রী সাহেদা বেগম আগুন দেখে চিৎকার করে। তার চিৎকার শোনে আশপাশের লোকজন ওই বাড়িতে এসে আগুন নেভাতে চেষ্টা করে।
সংবাদ পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এ সময় একটি চিনসেড বসত ঘর, ঘরের আসবাবপত্র ও স্বর্ণালংকারসহ গচ্ছিত প্রায় ২ লাখ টাকা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তবে অক্ষত রয়েছে একটি কোরআন শরিফ। এ ঘটনার পর থেকে পরিবারটি বসবাস করছে খোলা আকাশের নিচে।
ফায়ার সার্ভিসের লিডার ছানোয়ার হোসেন বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুনে ঘরের অনেকটাই পুড়ে যায়। পরে আমরা প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়েছি। এ ঘটনায় কমপক্ষে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।