শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুলু মিয়া (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার কুড়িকাহনিয়া বাড়ির পাশের নিজ ধানক্ষেতে এ ঘটনা ঘটে। নিহত দুলু মিয়া ওই গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত দুলু মিয়া সকাল সাড়ে ১১টায় নিজ ধানক্ষেতে ঘাস কাটতে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান তিনি।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।

আরো পড়ুন