মো: আ: হামিদ টাংগাইল জেলা প্রতিনিধি:-টাঙ্গাইলের ধনবাড়ীতে ৩ গ্রাম হিরোইনসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ধনবাড়ী থানা পুলিশ। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুশুদ্দির ঝোপনা এলাকা থেকে হিরোইন বিক্রিকালে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফাতারকৃতরা হলো- ধনবাড়ী উপজেলার ঝোপনা এলাকার মৃত আ. কদ্দুস আলীর ছেলে মোখলেছুর রহমান (২৯), পঞ্চাশী উত্তরপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে জুয়েল মিয়া (৩০), পঞ্চাশী মধ্যপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে আছর আলী (৪০)।
ধনবাড়ী থানার এসআই নূরে আলম, আরিফ হোসেন, এএসআই আতোয়ার রহমান ও জাকির হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে গ্রেফতার করেন। এসময় তাদের দেহ তল্লাশি করে ৩ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।
ধনবাড়ী থানার ওসি মজিবর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।