নোয়াখালীর কবিরহাটে উপজেলা পরিষদ নির্বাচনে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৪জন গুলিবিদ্ধ সহ আহত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে এ ঘটনায় ঘটে।
এদের মধ্যে গুলিবিদ্ধ জয়নাল আবেদীন (৩৫),মুন্সি (৩০), শরীফ (২১),ইব্রহিম খলিল (৪০) ও আহত রয়েল (৩০), মো: হাছান (১৪), ইকবাল হোসেন (৪২) কে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশংকাজনক অবস্থায় গুলিবিদ্ধি জয়নাল আবেদীনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষ দর্শীরা জানায়, স্থানীয় কবিরহাট বাজারে আওয়ামীলীগ প্রার্থী কামরুন নাহার শিউলী ও আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী আলা বক্স টিটুর সমর্থকদের প্রথমে ধাওয়া পাল্টা ধাওয়া ও পরে ইট পাটকেল নিক্ষেপ সহ গোলাগুলির ঘটনা ঘটে। এতে ৪ জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছে ১০। গুলিবিদ্ধদের মধ্যে হাছান নামে এক স্কুল ছাত্রও রয়েছে।
কবিরহাট থানার (তদন্ত) টমাস বড়–য়া জানান, কোন রকম পূর্ব নির্ধারিত কর্মসূচী ছাড়াই দু’চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা সন্ধ্যায় কবিরহাট বাজারে হঠাৎ মিছিল করার এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।#