মোবারক আলী’র কবিতা ‘বোকা’

বোকা
মাও: মো: মোবারক আলী

পরিশ্রমী শ্রম দেয়না ফাঁকি,
আজ নাহয় কাল হবে সে সুখী ৷
শ্রমীর শ্রম দেয় যে ফাঁকি,
আজ নাহয় কাল হবে সে দুঃখী ৷
লেখা পড়ায় যে দেয় ধোঁকা,
সমাজের কাছে সে হবে বোকা ৷
জীবন চলার জন্য যার নেই টাকা,
তার জীবনটা আসলেই ফাঁকা ৷
লেখা পড়ার জন্যে আদেশ করেছিলো কাকা,
তার কথা না শুনে চলে গেলাম ঢাকা ৷
এখন হয়েছি প্রকৃত বোকা ৷

আরো পড়ুন