মো: আ: হামিদ, টাংগাইল জেলা প্রতিনিধি: টাংগাইলে ট্রেনের ধাক্কায় শুক্রবার (২৯ মার্চ) সকালে মো. শামীম মিয়া নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। সদর উপজেলার হাতিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিএনজি চালক মো. শামীম মিয়া ঢেইলী করটিয়া এলাকার আমির হোসেনের ছেলে।
ঘারিন্দা সহকারী স্টেশন মাস্টার বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী মৈত্রী এক্সপ্রেস হাতিলা ৪৯/২ নং গেট দিয়ে যাওয়ার সময় একটি সিএনজি পার হওয়ার চেষ্টা করে। এসময় ট্রেনের ধাক্কায় সিএনজি চালক নিহত হন।