মো: আ: হামিদ টাংগাইল জেলা প্রতিনিধি:উপমহাদেশের প্রথম মুসলিম প্রিন্সিপাল, সব্যসাচী লেখক প্রিন্সিপাল ইব্রাহীম খা’র ৪১তম মৃত্যু বার্ষিকী আজ শুক্রবার তাঁর জন্ম স্থান টাঙ্গালের ভূঞাপুরে পালিত হয়েছে।
এ উপলক্ষে সকালে ইব্রাহীম খাঁ সরকারি কলেজ মসজিদ ও আসাদুজ্জামান খান হাফেজিয়া মাদ্রাসায় খতমে কোরআন, ইবরাহীম খাঁ সরকারি কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রীর সমন্বয়ে তাঁর মাজারে পুস্পস্তবক অর্পন ও দোয়া অনুষ্ঠিত হয়। ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী র্যালি সহকারে মাজারে পুস্পস্তবক অর্পণ করে। অর্পণ শেষে বিদ্যালয় প্রাঙ্গনে লেখকের কর্ম ও জীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ ১৮৯৪ সালে ১ সেপ্টেম্বর টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার শাহবাজনগর (বিরামদী) গ্রামে জন্ম গ্রহন করেন এবং তিনি ১৯৭৮ সালে ২৯ মার্চ মৃত্যু বরণ করেন। ৮৪ বছরের জীবনে তিনি প্রতিষ্ঠা করেছেন স্কুল, কলেজ, মাদরাসাসহ, অনেক শিক্ষা প্রতিষ্ঠান।
বাংলা সাহিত্যে তিনি উল্লেখ যোগ্য অবদান রেখে গেছেন। তাঁর কর্মময় জীবনে তিনি করটিয়া সাদৎ বিশ্ব বিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, ঢাকা মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রেসিডেন্ট, বাংলা কলেজের প্রতিষ্ঠাতা সদস্য সচিব, পূর্বপাকিস্তানে জাতি সংঘের প্রতিনিধি. প্রাদেশিক শিক্ষক সমিতির সভাপতি, ১৯৬৪ সালে বাংলার প্রাদেশিক আইন সভার সদস্য, ১৯৬২ সালে জাতীয় পরিষদের সদস্য, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সিনেট সদস্য, বাংলা একাডেমির নির্বাচিত সদস্য, পূর্ব বাংলার জাতী সংঘের সাধারণ পরিষদের সদস্য নির্বাচিত হন।
এছাড়াও তিনি বাংলা একাডেমি ও একুশে পদকে ভূষিত হন।