প্রশ্ন ফাঁসের কোন সুযোগ নেই : শিক্ষামন্ত্রী

নাঈম ইসলাম; এসএসসি’র মতো এইচএসসিতেও প্রশ্ন ফাঁসের কোন সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁসের গুজবে কান না দেওয়ার জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদেরকে আহবান জানিয়েছেন তিনি। গুজব ছড়ানোর অপকর্মের সঙ্গে কারো সম্পৃক্ততা পেলে তাদের কঠোর আইনের আওতায় আনা হবে। শনিবার (৩০ মার্চ) দুপুরে শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোণা রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, শিক্ষার মান উন্নয়নে শুধুমাত্র অবকাঠামো নয়, শিক্ষা পদ্ধতিতেও কিছুটা পরিবর্তন আনা হবে। দেশের শিক্ষা উন্নয়নে আমাদের অনেক চ্যালেঞ্জ রয়েছে, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমরা কাজ করছি। শুধু শিক্ষা ও বিজ্ঞানে নয়, শিক্ষার্থীদের মানবিকভাবেও সমৃদ্ধ হতে হবে। শিক্ষিত তরুণদেরকে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান তিনি।

অনুষ্ঠানের উদ্বোধক কৃষি মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও শেরপুর-২ আসনের এমপি বেগম মতিয়া চৌধুরী বলেছেন, একসময় এক সেট বই দিয়ে কয়েকজন পড়তে হতো; কিন্তু এখন প্রতিবছর বই উৎসবে দেশের সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়। এটা সম্ভব হয়েছে একমাত্র বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সরকারের জন্য।

তিনি আরো বলেন, এই দেশে জঙ্গিবাদ, মাদকমুক্ত করতে সরকার সর্বদায় সচেতন রয়েছে। যারা এতিমের টাকা মেরে খায়, তারা কোনভাবেই একটি স্বয়ংসম্পূর্ণ দেশ গড়তে পারে না। শেখ হাসিনা সরকার বাংলাদেশকে আগামী ২০৪১সালের মধ্যে উন্নত দেশে পরিণত করবে।

জনতা ব্যাংক লিমিটেডের সাবেক মহাব্যবস্থাপক মো. আকরাম হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা. মো. মুফাখখারুল ইসলাম, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, শেরপুর জেলা প্রশাসক আনার কলি মাহবুব প্রমুখ।

অনুষ্ঠানে চন্দ্রকোণা রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, প্রবীণ-নবীন শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন