এক পাঙ্গাসের ওজন ২০ কেজি, দাম ১৯ হাজার!

বাগেরহাটের শরণখোলার বলেশ্বর নদীতে জেলেদের জালে বেশ বড়সড় একটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে। মাছটির ওজন ২০ কেজি ৫০০ গ্রাম। শনিবার (৩০ মার্চ) ভোর রাতে মৎস্য ব্যবসায়ী মিলন শেখের জেলেদের জালে ধরা পড়ে এটি। স্থানীয় বাজারে মাছটি বিক্রি হয়েছে প্রায় ১৯ হাজার টাকায়।

মৎস্য ব্যবসায়ী মিলন শেখ জানান, রাতে তার জেলেরা বলেশ্বর নদীতে জাল ফেলে। ভোররাতে জাল টানার পর অন্যান্য মাছের সঙ্গে বিশাল এই পাঙ্গাসটি ধরা পড়ে। সকালে উপজেলা সদরের রায়েন্দা শের-এ বাংলা সড়কের মাছের বাজারে ওঠানোর পর মাছটি ৯১০ টাকা কেজি দরে ১৮ হাজার ৬৫৫ টাকায় বিক্রি হয়েছে।
স্থানীয় ডেকোরেটর ব্যবসায়ী ফারুক তালুকদারসহ কয়েকজনে এটি কিনে নেন। এতো বড় পাঙ্গাস জেলেদের জালে খুব একটা ধরা পড়তে দেখা যায় না বলে ওই মৎস্য ব্যবসায়ী জানান।

ক্রেতা ফারুক তালুকদার বলেন, এতো বড় মাছ সচরাচর পাওয়া যায় না। তাই দামের কথা না ভেবে মাছটি কিনে নিয়েছি। আমরা কয়েকজনে মিল মাছটি কেটে ভাগ করে নেব।

আরো পড়ুন