গোপালপুরে নির্বাচনী মিছিলে আ’লীগ নেতার মৃত্যু

মো: আ: হামিদ টাংগাইল জেলা প্রতিনিধি: টাংগাইলের গোপালপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থীর মিছিলে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে আনোয়ার হোসেন আয়নাল (৫৮) নামের আওয়ামীলীগ নেতার মৃত্যু হয়েছে।

সে উপজেলার ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ৮নং ওয়ার্ড ইউপি সদস্য এবং সোনামুই গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার রাতে স্থানীয় দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। শুক্রবার (২৯ মার্চ) তার জানাযা নামাজ শেষে সোনামুই গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন।

তিনি জানান, ৩১ মার্চ অনুষ্ঠেয় ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে গোপালপুরের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল লতিফ সিটির চশমা প্রতীকের পক্ষে সমর্থন দিয়ে নিহত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ৮নং ওয়ার্ড ইউপি সদস্য আনোয়ার হোসেন আয়নাল নির্বাচনী প্রচার প্রচারণার দায়িত্ব পালন করে আসছিলেন।

এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাতে ঝাওয়াইল বাজারে চশমা প্রতীকের নির্বাচনী মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। তবে এ মিছিল চলাকালে হঠাৎ তার শারীরিক সমস্যা দেখা দেয়ায় তিনি দ্রুত মিছিল শেষ করে দলীয় কার্যালয়ে এসে জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় দলীয় কার্যালয়ের কর্মীরা তাকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন