কুমিল্লার চৌদ্দগ্রামের গুনবতী ইউনিয়নে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে ব্লেড দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (৫ জুন) দুপুর ১২টায় ইউনিয়নের গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের শিকার ব্যক্তির নাম শুক্কুর আলী (৫০)। তার বাড়ি বরিশাল।
এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী শিল্পী বেগমকে (৪০) আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
স্থানীয় ইউপি সদস্য মো. শাহাবুদ্দিন বলেন, শুক্কুর আলী ও তার স্ত্রী শিল্পী বেগমের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। বেলা ১১টায় শুক্কুর আলী ঘরে শেভ করছিলেন। এ সময় স্বামী-স্ত্রীর মধ্যে কলহ শুরু হয়। এক পর্যায়ে স্বামীর হাতে থাকা শেভিং রেজার থেকে ব্লেড নিয়ে নেন শিল্পী। পরে ওই ব্লেড দিয়ে স্বামী গলা কেটে ফেলেন তিনি। শুক্কুর ও শিল্পী দম্পতির এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।
চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। অভিযুক্ত স্ত্রীকে আটকে হাজতে পাঠানো হয়েছে। এছাড়া মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা তদন্ত করছি বিস্তারিত পরে জানানো হবে।