করোনায় ২ জনের মৃত্যু ময়মনসিংহ মেডিক্যালে

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় দুই জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ জুলাই) সকালে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ১৩ জন করোনা রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে মোট ভর্তি আছেন ২৬ জন, আইসিইউতে আছেন আট জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১৪ জন।

জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, ২৪ ঘণ্টায় ১০১ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।

আরো পড়ুন