পদ্মা সেতুতে গ্যাস সিলিন্ডারবাহী পিকআপ উল্টে নিহত ২

পদ্মা সেতুতে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে গ্যাস সিলিন্ডারবাহী একটি পিকঅ্যাপ ভ্যান উল্টে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় মুক্তা নামের এক নারী ও ১০ মাস বয়সী দুটি জমজ শিশু সহ ৩ জন আহত হয়। এ ঘটনায় নিহতরা হলেন মোঃ কাউসার ও রাজু খন্দকার।

রোববার (১৭ জুলাই) রাত পৌনে ১০ টার দিকে সেতুর মাঝামাঝি প্রান্তে ১৩ ও ১৪ নাম্বার পিলারের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান এ ঘটনার পর পদ্মা সেতুতে যান চলাচল সাময়িক ভাবে বন্ধ রয়েছে।

জানা যায়, পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ১৩ ও ১৪ নং পিলারের সামনে ঢাকাগামী একটি গ্যাস সিলিন্ডারবাহী পিকঅ্যাপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলে দুইজন নিহত হয়। এছাড়া নারী ও শিশুসহ ৩ জন আহত হয়েছে। পরে খবর পেয়ে তাদেরকে দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে আহতদের অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকায় পাঠায় কর্তব্যরত চিকিৎসকরা।

দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি অক্সিজেন সিলিন্ডার বোঝাই করে শরীয়তপুর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা অভিমুখে যাচ্ছিলো। পথে সেতুর ১৩ নম্বর পিলারের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুর্ঘটনার কবলে পরে গাড়িটি।

ওসি আলমগীর হোসেন জানান, পিকঅ্যাপ ভ্যানটি উদ্ধার করার জন্য প্রথমে ঢাকামুখী যান চলাচল বন্ধ ছিলো। পরে জাজিরা প্রান্ত থেকে একটি রেকার আসার কারণে দুইপাশেই যান চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনার পর উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। আর যান চলাচল বন্ধ থাকায় পদ্মা সেতুর উভয় পাশেই যানজটের সৃষ্টি হয়েছে। তবে দ্রুততম সময়ের মধ্যেই উদ্ধার কার্যক্রম শেষ করে যান চলাচল স্বাভাবিক করা হবে।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার পরপরই পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তবে ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত তিনজনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার মিটফোর্ড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পিকআপটির চালক মিরাজ জানান, পিকআপে থাকা হেলপার ছাড়াও পিকআপটির মালিক আনোয়ার হোসেনের ভাই রাজিব খন্দকার নিহত হয়েছেন। রাজিবের স্ত্রী মুক্তা ও তাদের ১০ মাসের জমজ কন্যাসন্তানদের গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

ওসি আলমগীর জানান, গাড়িতে ৮৫টি অক্সিজেনের খালি সিলিন্ডার ছিলো। দুর্ঘটনা কবলিত গাড়িটি এবং সিলিন্ডারগুলো উদ্ধার করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে যান চলাচল স্বাভাবিক করা হবে।

আরো পড়ুন