বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
সোমবার (৩১ অক্টোবর) বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে পাঁচ শতাধিক আইনজীবীর অংশগ্রহণে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং সংগঠনটির মৃত সদস্যদের স্মরণে বিশেষ দেওয়া করা হয়।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, ঢাকা বারের সাবেক সভাপতি মাসুদ আহমেদ তালুকদার, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আবেদ রাজা, ব্যারিস্টার নাসিরউদ্দিন অসিম, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, খোরশেদ মিয়া আলম, আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আব্দুল জাব্বার ভূইয়া, সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, মো. আক্তারুজ্জামান, এ জেড এম মোরশেদ আল মামুন লিটন, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী,ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ প্রমুখ।
অনুষ্ঠানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক বিচারপতি টি এইচ খানসহ সংগঠনের মৃত সব সদস্যের স্মরণে বিশেষ দেওয়া করা হয়।