রাজধানী থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

রাজধানীর পল্টন মডেল থানা এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা পুলিশ।

বুধবার রাত পৌনে ১ টায় পল্টন মডেল থানা এলাকা থেকে অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন মডেল থানার ওসি মো. সালাহউদ্দীন মিয়া।

পল্টন মডেল থানার ওসি মো. সালাহউদ্দীন মিয়া জানান, গ্রেপ্তারকৃত সুলতান কক্সবাজার এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকে।

তিনি আরও বলেন, সুলতানের নামে রমনা মডেল থানায়, নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় ও ডিএমপি’র পল্লবী থানায় আরও একটি করে মাদকের মামলা রয়েছে। ডিএমপি’র পল্টন মডেল থানায় তার নামে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতের নাম মো. সুলতান। তার বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলায়।

আরো পড়ুন