শেরপুরে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে শেরপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে কালু মিয়া (৪০) ও শেরপুর শহরের দমদমা কালীগঞ্জ মহল্লার মো. শাজাহান আলীর ছেলে মো. সাগর (২৬)। এর আগে গতকাল ২৪ জানুয়ারি গাজীপুর ও রাজেন্দ্রপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, শেরপুরের ঝিনাইগাতীতে ২০১৬ সালের ১৯ জুলাই পঞ্চম শ্রেণিপড়ুয়া স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার মামলায় মৃত্যুদণ্ডের সাজা হয় কালু মিয়ার। অন্যদিকে ২০১৬ সালের ৭ মার্চ শেরপুর শহরের দমদমা কালীগঞ্জ এলাকায় চালককে হত্যা করে ব্যাটারিচালিত ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় যাবজ্জীবন সাজা হয় মো. সাগর মিয়ার।
উভয় ঘটনার পর থেকেই পলাতক ছিল কালু ও সাগর মিয়া। পরবর্তীতে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে আসামিদের অবস্থান নিশ্চিত করে র্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।