রেলের অব্যবহৃত জমি কৃষিকাজে ব্যবহারের নির্দেশ

রেলের অব্যবহৃত জমি কৃষিকাজে ব্যবহারের নির্দেশ দিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। বুধবার দেশের জেলা প্রশাসকদের সাথে দ্বিতীয় দিনের বৈঠক শেষে এসব বলেন তিনি। (ডিসি)

রেলপথ মন্ত্রী বলেন, দেশের সব জেলার সাথে রেল সংযোগের আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে সরকারের। এ বছর কক্সবাজারে যাবে রেললাইন।

সকল রেল লাইন ব্রডগেজে রূপান্তর করা হবে বলেও জানান তিনি।
এদিকে, দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড, আব্দুর রাজ্জাক। ডিসিদের সাথে বৈঠক শেষে তিনি বলেন, ‘সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কৃষকরা ধান বিক্রি করছে; তাই ন্যায্য দাম পাওয়া নিয়ে কৃষদের কোনো অভিযোগ নেই বলে আমাকে ডিসিরা জানিয়েছেন। সেইসঙ্গে খাদ্য সংকটের কোনো আশঙ্কা করেননি ডিসিরা। ’

কৃষিমন্ত্রী জানান, খাদ্য নিরাপত্তা, বণ্টন, বিতরণে জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে নির্দেশ দেওয়া হয়েছে। হাওর এলাকাসহ নিম্নাঞ্চল, জলাভূমি এলাকা, লবণাক্ত অঞ্চলে লবণ-সহিষ্ণু ফসল উদ্ভাবন ও ফলনে সহযোগিতা করবে ডিসিরা।

আরো পড়ুন