শেরপুর: শেরপুরের শ্রীবরদীতে স্যাটেলাইট ক্লিনিক পরিচালনার সময় সরকারি কাজে বাঁধা, মারধর ও লাঞ্চনার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে পৌর শহরের চৌরাস্তা মোড়ে প্রায় ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জানানো হয়, প্রতিমাসের ন্যায় গত ২৪ জানুয়ারি ভেলুয়া ইউনিয়নের বন্ধ ধাতুয়া গ্রামের সিরাজুল ইসলামের বাড়িতে স্যাটেলাইট ক্লিনিক পরিচালনা করেন। এতে ভেলুয়া পরিবার পরিকল্পনা পরিদর্শক আবু নেওয়াজ আজাদ, পরিদর্শিকা লাকী খাতুন, সহকারি মুসলিমা আক্তার, আয়া রহিমা খাতুন দায়িত্বে ছিলেন। কিন্তু একই গ্রামের বাসিন্দা আব্দুর রহমানের ছেলে সরোয়ার (৪০), মৃত খলিলুর রহমানের ছেলে আলী আকবর (৫৫) আব্দুল মান্নানের ছেলে স্বপন মিয়া (৩২) সহ কয়েকজন অতর্কিতভাবে তাদের উপর হামলা চালিয়ে ক্লিনিকের কার্যক্রম বন্ধ করে দেন। এক পর্যায়ে তারা শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এরই প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার কামরুল হাসান খান, বেলায়েত হোসেন, মাহবুবা আক্তার, পরিবার পরিকল্পনা পরিদর্শক শফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, পরিবার কল্যাণ পরিদর্শিকা হাসিনা মমতাজ, লাকী খাতুন প্রমুখ।
ভেলুয়া ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক আবু নেওয়াজ আজাদ বলেন, হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি দিয়েছি। পাশাপাশি শ্রীবরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করছি। দ্রুত সময়ের মধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি করছি।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান বলেন, একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলছে।