রাজধানীর পল্লবীতে মহিষসহ ৫ চোরকে গ্রেফতার করেছে পুলিশ

রাজধানীর পল্লবীতে মহিষসহ ৫ চোরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোর ৬টায় পল্লবীর কালশীর ২২ তলা গার্মেন্টের সামনে থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

এ সময় ৩টি চোরই মহিষ ও চোরাই কাজে ব্যবহৃত ১টি পিকআপ উদ্ধার করে পুলিশ। আটক ৫ আসামি হলো- সোহাগ, আনোয়ার, বাবুল, রতন ও মুক্তার।

অভিযান পরিচালনাকারী ও পল্লবী থানার এসআই জহির উদ্দিন বলেন, মহিষের মালিকানা নিয়ে চোরদের চ্যালেঞ্জ করলে তারা স্বপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি। চুরির বিষয়টি নিশ্চিত হলে ওসি স্যারের নির্দেশ মোতাবেক তাদের থানায় নিয়ে আসি।

পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, সোমবার সকাল ৬টায় পল্লবী থানার হোন্ডা মোবাইল টইলরত এসআই জহির উদ্দিন তার সঙ্গীয় ফোর্স নিয়ে মহিষ চোরদের গ্রেফতার করে। এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে

আরো পড়ুন