কুমিল্লায় দুই ভাইকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

কুমিল্লায় দুই সৎ ভাইকে হত্যার দায়ে আল শফিউল ইসলাম (২৫) নামে এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

সোমবার (২৭ মার্চ) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ নম্বর আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত শফিউল ইসলাম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রসুলপুর গ্রামের আবুল কালাম আবুলের ছেলে।

আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি সফিউল ইসলাম তাদের বসতঘরে দুই সৎ ভাই মেহেদী হাসান জয় (৮) ও মেজবাউল হক মনিকে (৬) শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান। পরে এ ঘটনায় নিহতদের মা রেখা বেগম বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানায় মামলা করেন। এরপর ২০১৬ সালের ১ মার্চ পুলিশ শফিউলকে গ্রেফতার করলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পরবর্তীকালে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আজিজুল হক ওই বছরের ৩০ মে অভিযোগপত্র দাখিল করলে আদালত আসামির বিরুদ্ধে চার্জগঠন করেন। মামলায় ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট নজরুল ইসলাম জাগো নিউজকে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন