শিক্ষা উপকরণ পেল আলোর মিছিল স্কুলের শিক্ষার্থীরা

ঈদ পরবর্তী উপহার

মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি অধীনে পরিচালিত ‘আলোর মিছিল স্কুল’র শিক্ষার্থীদের মাঝে ঈদ পরবর্তী উপহার `শিক্ষা উপকরণ ও খাদ্যসামগ্রী’ বিতরণ করা হয়েছে।

শিক্ষা উপকরণ পেল আলোর মিছিল স্কুলের শিক্ষার্থীরা

২৭ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে সংস্থার কেরানীগঞ্জ মডেল থানা শাখার উদ্যোগে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীদের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সংস্থার সাধারণ সম্পাদক আবু নাঈম হোসেন বলেন, আমাদের চেয়ারম্যান আনোয়ার -ই-তাসলিমার নির্দেশনায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খাদ্যসামগ্রী বিতরণ করেছি। এসবের মধ্যে রয়েছে খাতা, কলম, পেন্সিল, সেমাই, গুড়ো দুধ, চিনি, চিকন চাল, তেল, সাবান ও সেম্পু। সবার ভালবাসায় আগামীতেও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন সভাপতি আনোয়ার হোসেন খান, সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান, সহ সভাপতি আঃ রব মাষ্টার, সাধারণ সম্পাদক আবু নাঈম হোসেন, সাংগঠনিক সম্পাদক রুহুল আলম, শিক্ষা বিষয়ক সম্পাদীকা আফরোজা বেগম, কার্যকরি সদস্য আরিফুর হাসান সাগর, সদস্য আতিকুল আলম রাসেল, রফিকুল ইসলাম সোহাগ, মশিউর রহমান, সালমা হোসেন, খালেকুজ্জামানসহ স্থানীয় ব্যাক্তিবর্গ।

আরো পড়ুন