জাতীয় নির্বাচন: খতিয়ে দেখা হচ্ছে ১৯৯ পর্যবেক্ষক সংস্থার আবেদন

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধনের জন্য আবেদন করা ১৯৯টি পর্যবেক্ষক সংস্থার আবেদন খতিয়ে দেখছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে ইসিতে নিবন্ধন রয়েছে ৪০টি সংস্থার। আগামী ১১ জুলাই এগুলোর নিবন্ধনের মেয়াদ শেষ হবে। বাকি ১৫৯টি আবেদনকারী সংস্থা নতুন।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ১৯৯টি আবেদনগুলো যাচাই-বাছাইয়ে কাজ করছে সাত সদস্যের কমিটি। প্রাথমিক বাছাইয়ে যেসব পর্যবেক্ষক সংস্থা টিকে যাবে, সেগুলোর খসড়া প্রকাশ করবে ইসি। ওই খসড়ার ওপর কারো কোনো আপত্তি জমা হলে তার ওপর শুনানি করবে ইসি। আর কোনো আপত্তি না পাওয়া গেলে খসড়া প্রকাশের ১০ কার্যদিবস পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি।

জানা গেছে, বর্তমানে যেসব সংস্থা নিবন্ধিত রয়েছে, এদের বেশিরভাগই নির্বাচন পর্যবেক্ষণ করে না। একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করেছে ৬১টি সংস্থা। ফলে যারা নিবন্ধন নিয়েও নির্বাচন পর্যবেক্ষণ করে না, তাদের আর নিবন্ধন না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইসি।

আরো পড়ুন