সিরাজগঞ্জে বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে দুটি বগি উল্টে গেছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (৫ মে) দুপুর পৌনে ২টার দিকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী আহসানুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানাচ্ছি।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান সরকার বলেন, বিষয়টি একটু আগে জানতে পারলাম। এখন ঘটনাস্থলে যাচ্ছি।

আরো পড়ুন