শেরপুরের নকলা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে আলী হোসেন (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন।
শুক্রবার (৫ মে) সকালে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের চরবসন্তি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলী ওই এলাকার মৃত নবাব আলীর ছেলে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, চরবসন্তি গ্রামের সেলিম মিয়ার বিরোধপূর্ণ জমি বর্গা চাষ করে আসছিলেন কৃষক আলী হোসেন। শুক্রবার সকালে বর্গাচাষি আলী হোসেন ক্ষেতের পাকা ধান কাটতে গেলে বাধা দেয় জমির মালিক সেলিম মিয়ার আত্মীয় জমির ওয়ারিশ দাবিদার ইদ্রিস আলী ও শওকত আলীসহ কয়েকজন। এতে দুপক্ষের সংঘর্ষ শুরু হলে আহত হন অন্তত ১০ জন।
আহতদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলী হোসেনকে মৃত ঘোষণা করেন। বাকিরা নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।