মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির চেয়ারম্যান আনোয়ার -ই-তাসলিমা প্রথা অসুস্থ। পড়ে গিয়ে বাম পায়ে প্রচুর চোট পেয়েছেন এবং একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ অবস্থায় দোয়া চেয়েছেন তিনি।
আনোয়ার-ই-তাসলিমা প্রথা জানান, বাম পায়ের গোড়ালী, ডান নেক, মাথার ডান পাশ এবং ডান হাতের বাহুতে প্রচন্ড আঘাত পেয়েছেন। ডাক্তার পায়ের গোড়ালী, ঘাঁড়ের, বাহুর এবং মাথার ফুলা দেখে চিকিৎসক সম্পূন্ন বেড রেস্টের নির্দেশ দেন এবং ভর্তি দেখান।
এমন অবস্থায় সবার কাছে দোয়া, আর্শিবাদ চেয়েছেন আনোয়ার -ই-তাসলিমা প্রথা।