ঘূর্ণিঝড় মোখা; কক্সবাজারে মাঠে সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির টিম

কক্সবাজার জেলা প্রতিনিধি; ঘূর্ণিঝড় মোখা’য় সচেতনতা বৃদ্ধি ও সহায়তায় মানবাধিকার সংস্থা ‘সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি’র একটি টিম কক্সবাজারে কাজ করছে। আবহাওয়া অধিদপ্তরের সংকেত দেওয়ার পর হতেই কাজ শুরু করে টিমটি। সংস্থার জেলার সহ সমন্বয়ক তারেক আজিজের নেতৃত্বে ওই টিম জেলার মহেশখালীতে বিভিন্ন সহযোগিতামূলক কাজ করছে।

তারেক আজিজের নেতৃত্বে বিশুদ্ধ পানি, শুকনো খাবার, খাবার স্যালাইন বিতরণ এবং আশ্রয়কেন্দ্রে যারা এসেছে তাদেরকে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে টিমটি।

তারেক আজিজ বলেন, বিভিন্ন আশ্রয়কেন্দ্রে এসেছে ও স্থানীয় দরিদ্রদের মাঝে সামর্থ্যানুযায়ী বিশুদ্ধ পানি, শুকনো খাবার, খাবার স্যালাইন বিতরণ করেছি।স্থানীয়দের সচেতনতা বাড়াতে গত কয়েকদিন থেকেই কাজ করেছি।

সংস্থার চেয়ারম্যান আনোয়ার-ই-তাসলিমা বলেন, সংস্থার পক্ষ হতে তারেক আজিজকে ওই টিমের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা সেখানে সচেতনতা ও সামর্থ্যানুযায়ী সহায়তা করছে।

আরো পড়ুন