কারবারিরা মাদক ছাড়বে, নয়তো নীলফামারী: পুলিশ সুপার

নীলফামারীর নবাগত পুলিশ সুপার গোলাম সবুর বলেছেন, মাদকের প্রতি আমাদের জিরো টলারেন্স। মাদক কারবারি বা মাদকের সঙ্গে জড়িতরা মাদক ছাড়বে, নয়তো নীলফামারী ছাড়বে। এ জেলায় মাদকের কোনো স্থান নেই।

শনিবার (১৫ জুলাই) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন তিনি।

পুলিশ সুপার বলেন, জেলায় রাস্তায় যানবাহনে চাঁদাবাজিসহ কোনো স্থানে চাঁদাবাজি হলেই গ্রেফতার করা হবে। চাঁদাবাজি করলে সে যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, নীলফামারীতে সড়ক নিরাপদ করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে ফুটপাত দখলমুক্ত করা হবে। এছাড়া জুয়া, মাদক ও সব ধরনের সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে একদম কঠোর।

এসময় তিনি সাংবাদিকসহ সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময়ের সময় অতিরিক্ত জেলা প্রশাসক সারোয়ার আলম, জেলা প্রেস ক্লাবের সভাপতি তাহমিন হক ববি, সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল ফারুক উজ্জ্বলসহ অন্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন