শেরপুর: বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ১৬ জুলাই রোববার রাতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কমিটির অনুমোদন করেন।
এর আগে, সম্মেলনে সংগঠনের সভাপতি হিসেবে ডেইজী সারোয়ার, ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি নির্বাচিত হোন। এদিকে আজ ১৬৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে শেরপুরের ফাতেমা তুজ্জহরা শ্যামলী ও ইসরাত মিতু স্থান পেয়েছেন।

যুব মহিলা লীগের পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা পেয়েছেন মোট ১৬৩ জন। কমিটিতে ২১ জনকে সহ সভাপতি, আটজনকে যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং বিভিন্ন সম্পাদক পদে ৪২ জন ও সদস্য পদে রাখা হয়েছে ৮২ জনকে।

এড. ফাতেমা তুজ্জহরা শ্যামলী ও ইসরাত জাহান মিতু কেন্দ্রীয় যুব মহিলা লীগে স্থান পাওয়ায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মাঝে আনন্দ উল্লাস লক্ষ্য করা গেছে। বিভিন্ন রাজনৈতিক নেতা ও সুশীল সমাজ, জনপ্রতিনিধি ও সাধারণজনতা তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।