সুনামগঞ্জে ১৮০ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেফতার ৭

সুনামগঞ্জে ১৮০ বস্তা ভারতীয় চিনিসহ সাত চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৭ জুলাই) ভোরে মধ্যনগর উপজেলার হামিদপুর পশ্চিম সাকিনস্থ ইকরছড়ি খালে একটি ইঞ্জিন চালিত নৌকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার চোরাকারবারিরা হলেন- মো. অপু মিয়া (৩০), মো. রাজন মিয়া (২৫), মো. কামরুল মিয়া (৩২), মো. শামীম (৩১), মো. আরিফ মিয়া (২৮), মো. মনির (২৪) ও মনসুর মিয়া (৩২)।

পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযান চালিয়ে ভোরে একটি ইঞ্জিন চালিত নৌকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে ১৮০ বস্তা ভারতীয় চিনি নিয়ে আসায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে চিনির বস্তাগুলো জব্দ করা হয়েছে। জব্দ করা চিনির বাজার মূল্য ৮লাখ ১০ হাজার টাকা।

মধ্যনগর থানার এসআই সুবাস চন্দ্র বর্মন জানান, ভারতীয় চিনি সহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আরো পড়ুন