রাজধানীর কলাবাগানে শিশু গৃহকর্মী হেনা (১০) হত্যাকাণ্ডের মামলায় গৃহকর্ত্রী সাথী আক্তার পারভীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে যশোর থেকে কোতোয়ালি থানা পুলিশের সহয়তায় সাথীকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেনঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রেফাতুল ইসলাম।
তিনি বলেন, শিশু গৃহকর্মী হত্যার পর সাথী আক্তার পারভীন বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিলেন। পরে তার দ্বিতীয় স্বামী ডা. রাহাতের কাছে আশ্রায় নেন। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে যশোর থেকে নিয়ে আসার জন্য নিউমার্কেট জোনের একটি টিম রওনা হয়েছে। তাকে ঢাকায় নিয়ে আসা হবে। আগামী রোববার এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
প্রসঙ্গত, গত শনিবার (২৬ আগস্ট) কলাবাগান সেন্ট্রাল রোডের একটি বাসা থেকে শিশু গৃহকর্মী হেনাকে হত্যার পর পালিয়ে যান। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে।