চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা শিকলবাহা এলাকায় গোপন সংবাদে র্যাব-৭ এর একটি দল অভিযান চালিয়ে ২ হাজার ৬৬১ লিটার ভেজাল সয়াবিন তেল জব্দ করেছে। এ সময় এসব ভেজাল সয়াবিন সংরক্ষণের অভিযোগে তিন ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়। বুধবার (১৩ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার কালারপোল স্কুলের পূর্ব পাশে শাহ অহিদিয়া দরবার মার্কেটের গোডাউন থেকে এসব জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলো- মো. আলমগীর (৩৬), সাইফুল ইসলাম হৃদয় (১৮) ও মো. শাকিল (১৮)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কালারপোল স্কুলের পূর্ব পাশে শাহ অহিদিয়া দরবার মার্কেটে অভিযান চালিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন খাদ্যদ্রব্য অবৈধ ভেজাল সয়াবিন তেল সংগ্রহপূর্বক বাজারজাত করার উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়। ওই তথ্যের ভিত্তিতে র্যাব-৭ এর একটি দল অভিযান চালিয়ে ২ হাজার ৬৬১ লিটার ভেজাল সয়াবিন তেল জব্দ করে। এ সময় ঘটনার সঙ্গে জড়িত তিন ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়।
কর্ণফুলী থানার ওসি বলেন, র্যাবের অভিযানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।