নীলফামারীর ডোমারে গৃহবধূ ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য গ্রেফতার

নীলফামারীর ডোমারে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে গ্রেফতারের পর শুক্রবার তাকে আদালতে পাঠায় পুলিশ।

থানা সূত্র জানায়, উপজেলার হরিণচড়া ইউনিয়নের এক নারী গত ১৩ সেপ্টেম্বর আনুমানিক রাত ১২টায় প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন। এ সময় একই এলাকার ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য তরিকুল ইসলাম তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে ডোমার থানায় বৃহস্পতিবার মামলা করেন।

ডোমার থানার ওসি মাহমুদ উন নবী জানান, ডোমার থানা এলাকা থেকে তরিকুল ইসলামকে রাতেই গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমের মেডিকেল পরীক্ষাসহ অন্যান্য আইনগত বিষয়সমূহ প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন