চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক লাভলী ও ফরিদা

চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক (নারী) নির্বাচিত হয়েছেন নাচোলের লাভলী ইয়াসমিন ও ফরিদা ইয়াসমিন। তারা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেয়েছেন।

এদের মধ্যে লাভলী ইয়াসমিন শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এবং ফরিদা ইয়াসমিন হয়েছেন শ্রেষ্ঠ সহকারী শিক্ষক।

চাঁপাইনবাগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

লাভলী ইয়াসমিন নাচোল ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক এবং ফরিদা ইয়াসমিন গুঠইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

লাভলী ইয়াসমিন ২০০১ এবং ফরিদা ইয়াসমিন ২০০৯ সালে চাকরিতে যোগদান করেন। সহকারী শিক্ষক ফরিদা ইয়াসমিন আইসিটিফোরই জেলা অ্যাম্বাসেডর, তিনি এর আগে সেরা অনলাইন পারফর্মার এবং শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হন।

আরো পড়ুন