পুকুরে ভাসছিল পলিথিন মোড়ানো নবজাতকের মরদেহ

ভৈরবে এক পুকুরে ভাসছিল কালো পলিথিন মোড়ানো নবজাতকের মরদেহ। পরে স্থানীয়রা মরদেহটি এলাকার কবরস্থানে দাফন করেন।

রোববার (১৭ সেপ্টেম্বর) সকালের দিকের উপজেলার কালিকাপ্রসাদ এলাকার মামা হুজুরের বাড়ি সংলগ্ন পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে কালিকাপ্রসাদ এলাকার মামা হুজুরের বাড়ি সংলগ্ন একটি পুকুরপাড়ে কালো পলিথিন মোড়ানো একটি নবজাতকের মরদেহ পানিতে ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয়রা। ধারণা করা হচ্ছে লোকলজ্জার ভয়ে রাতের আঁধারে কেউ কালো পলিথিনে করে নবজাতকের মরদেহটি পুকুরে ফেলে গেছে। পরে স্থানীয় গাউসিয়া নামের একটি সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কায়সার আহমেদ (কাদেরী), সদস্য মোহাম্মদ রতন খান, কালিকাপ্রসাদ কবরস্থানের খাদেম মো. ফজলু মিয়াসহ আরও কয়েকজন মিলে জানাজা শেষে নবজাতকের মরদেহটি দাফন করেন।

এ বিষয়ে কালিকাপ্রসাদ ইউপি চেয়ারম্যান মো.লিটন মিয়া বলেন, শুনেছি সকালের দিকে পুকুর থেকে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে কেউ রাতের আঁধারে নবজাতকের মরদেহটি পুকুরে ফেলে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে মরদেহটি উদ্ধার করে কালিকাপ্রসাদ কবরস্থানে দাফন করেছে।

আরো পড়ুন