এ কে সালমান, নিজস্ব প্রতিনিধি: মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি পরিচালিত ছিন্নমূল শিশুদের জন্য শিক্ষা কার্যক্রম আলোর মিছিল স্কুলে ফেব্রুয়ারি মাসে শতভাগ উপস্থিত ৫০ জন শিক্ষার্থীর মাঝে বরাবরের ন্যায় পুরষ্কার হিসেবে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
রাজধানীর মিরপুরে সেনপাড়াস্থ আলোর মিছিল স্কুলে যেসকল শিক্ষার্থীরা ফেব্রুয়ারি মাসের সব কার্যদিবসে উপস্থিত ছিলো তাদের মাঝে পুরষ্কার হিসেবে বই, খাতা, কলম, পেন্সিল, রাবার, কাটার বিতরণ করা হয়।
রোববার (১ মার্চ) ইংলিশ থেরাপীর সিইও ও মানবাধিকারকর্মী সাইফুল ইসলাম এ পুরষ্কার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
ফ্যাশন সিন্ডিকেট বিডি’র মার্কেট ডেভেলপমেন্ট ও সার্ভিস অফিসার সোহরাব হোসাইন পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংস্থার সহকারী পরিচালক নাঈম ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আব্দুল গণি।
এসময় অতিথীরা শিক্ষার্থীদের উপস্থিতি ও পড়ালেখার মান দেখে সন্তুষ্ট প্রকাশ করেন।
বিতরণী অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা দেশাত্ববোধ গান পরিবেশন করেন।