নিজস্ব প্রতিনিধি; মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি পরিচালিত আলোর মিছিল স্কুলে নোভেল করোনা ভাইরাস ডিজিজ-১৯ (কোভিড-১৯) প্রতিরোধে করণীয় বিষয়ক ও কোভিড-১৯ বিষয়ে গুজব রোধে সচেতনতা বৃদ্ধিতে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯মার্চ) বিকালে আলোর মিছিল স্কুল মিরপুরস্থ শাখায় প্রত্যাহিক সমাবেশ শেষে এ সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।
সংস্থার সহকারি পরিচালক নাঈম ইসলামের সভাপতিত্বে এ সচেতনতা মূলক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- আলোর মিছিল শিক্ষা কার্যক্রমের সহ-সম্পাদক ও ইংলিশ থেরাপী বাংলাদেশের সিইও সাইফুল ইসলাম, ইংলিশ থেরাপী বাংলাদেশ এর কার্যকরি সদস্য আব্দুল গণি প্রমুখ।
বক্তারা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগসহ বিভিন্ন স্বাস্থ্য সংস্থা ও সংগঠনের পক্ষ থেকে প্রচারিত সচেতনতা মূলক লিফলেট, পোস্টার এর লেখা এবং এ ভাইরাসে আক্রান্ত রোগের লক্ষণ, প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তাছাড়া এ বিষয়ে আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন থাকতে পরামর্শ দেন তারা।