জয়পুরহাটে বাড়ি ফেরার পথে প্রাণ গেলো কৃষকের
জয়পুরহাটের আক্কেলপুরের বুনাপাড়া এলাকায় মোটর সাইকেলের ধাক্কায় খোকা সরকার (৮০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে, আক্কেলপুর-গোপীনাথপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ খান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত কৃষক খোকা সরকার আক্কেলপুর পৌরসভার সোনামুখী হিন্দুপাড়া মহল্লার বাসিন্দা।
ওসি আব্দুল লতিফ খান জানান, কৃষক খোকা সরকার তার নিজের ধানক্ষেত দেখে বিকেলে ফসলের মাঠ থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এসময় বুনারপাড়া এলাকায় পৌঁছালে গাপীনাথপুরগামী একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন খোকা সরকার। পরে তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।