নববধূর গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার, স্বামী নিখোঁজ
সিলেট মহানগরীর কাজীটুলা এলাকায় তামান্না বেগম নামে এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী নিখোঁজ রয়েছেন।
স্থানীয়রা জানান, সোমবার (২৩ নভেম্বর) দুপুরের দিকে নগরীর কাজীটুলার অন্তরংগ ৪নং বাসায় তালাবদ্ধ কক্ষ থেকে গৃহবধূ তামান্নার মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় মরদেহের গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়।
পুলিশের ধারণা, গলায় কিছু পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। রবিবার (২২ নভেম্বর) রাত ১২টার আগেই এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে ধারণা তাদের।
এলাকাবাসী জানায়, তামান্নার স্বামীর নাম মো. আল মামুন। তার বাড়ি বরিশালের হোগলার চরে। এছাড়া তামান্নার বাড়ি দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায়। গত ৩০ সেপ্টেম্বর পারিবারিকভাবে ব্যবসায়ী আল মামুনের সঙ্গে তামান্নার বিয়ে হয়।
এদিকে, মরদেহ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
কি কারণে এই হত্যাকাণ্ড তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের স্বামীকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আশরাফ উল্লাহ তাহের।