মানিকগঞ্জের সিংগাইরে তেলের দোকানে লাগা অগুনে দগ্ধ ২
আগুনে পুড়ে গেছে দু’টি ব্যবসা প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষয়ক্ষতি
মানিকগঞ্জের সিংগাইরে আগুনে পুড়ে গেছে দুটি ব্যবসা প্রতিষ্ঠানসহ একটি বাড়ির একাংশ। এ সময় অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন ২ জন। রবিবার (১৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে সিংগাইর উপজেলার খোলাপাড়া এলাকায় এই আগুনের ঘটনা ঘটে। প্রায় দুই ঘন্টা চেস্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিস কর্মীরা।
ফায়ার সার্ভিস বিভাগ ও স্থানীয়রা জানান, মালেক টেড্রার্স নামে একটি তেলের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। এরপর একে একে পাশের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, গ্যাস সিলিন্ডারের দোকানসহ একটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
এ সময় আগুনে দগ্ধ হন নিজামুদ্দিন(৬৫) ও শাহীনূর হোসেন। তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মোস্তাফিজুর রহমান জানান, তোলের ড্রাম ও গ্যাস সিলিন্ডার থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপনে কাজ চলছে বলেও জানান তিনি।