দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।
সরজমিনে দেখা যায়, হিমেল হাওয়া ও কনকনে ঠাণ্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শীতবস্ত্রের অভাব ও শীতের প্রকোপ থেকে মুক্তি পেতে অনেকেই খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছেন। ছেলে-বুড়ো সবার মাঝেই ঠাণ্ডাজনিত সর্দি-কাশির প্রকোপ বেড়েছে।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল একেবারেই কম। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় শীতে নাকাল হয়ে পড়েছে দিন-মুজুর ও খেটে খাওয়া মানুষ।
তেঁতুলিয়ার গৃহিণী শহর বানু বলেন, আমার স্বামী আলী হোসেন দিনমজুরের কাজ করেন। একটি ছেলে প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। তবে শীতের কারণে কেউ বেরুতে সাহস করেনি। স্বামীর রোজগার বন্ধ থাকলে চুলায় আগুন জ্বলবে না। না খেয়ে থাকতে হতে পারে।
এদিকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে জেলার রাস্তাঘাট ও ফসলি জমি। দুর্ঘটনা এড়াতে দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।