বিপিএল মাতাতে ঢাকায় ডেভিড ওয়ার্নার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের বল মাঠে গড়াতে বাকি আর মাত্র একদিন। এরইমধ্যে বিদেশি ক্রিকেটাররা লাল-সবুজ দেশে আসতে শুরু করেছেন। তাদের মধ্যে অন্যতম ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার এ ব্যাটসম্যান বুধবার রাতে বিপিএল মাতাতে পা রেখেছেন ঢাকায়। তিনি এবার সিলেট সিক্সার্সের নেতৃত্ব দেবেন। এদিকে পাকিস্তানি অলরাউন্ডার সোহেল তানভীর ও নেপালের তারকা লেগস্পিনার সন্দ্বীপ লামিচানেও এসেছেন ঢাকায়।

বুধবার দুপুরে ঢাকায় এসেছেন আন্দ্রে রাসেল। ক্যারিবীয় এই অলরাউন্ডার এবার খেলবেন ঢাকা ডায়নামাইটসের হয়ে। বৃহস্পতিবার আসার কথা রয়েছে সুনিল নারিন ও কাইরন পোলার্ডের।

বৃহস্পতিবার ঢাকায় আসার কথা অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথের। তিনি এবার খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে। দলটির হয়ে প্রথম ম্যাচ থেকেই খেলবেন বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।

ফ্র্যাঞ্জাইজি ক্রিকেটে বিশ্বের সবচেয়ে বড় তারকা ক্রিস গেইল এবারও খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। তবে তিনি কবে ঢাকায় আসবেন সেটির এখনও নিশ্চিয়তা পাওয়া যায়নি।

আরো পড়ুন