বিপর্যয়ে মাশরাফির রংপুর রাইডার্স

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। স্বাভাবিকভাবেই রংপুর রাইডার্সের ব্যাটসম্যানদের কাছ থেকে শনিবার ষষ্ঠ বিপিএলের শুরুতে বিধ্বংসী ব্যাটিং দেখার অপেক্ষায় ছিলেন ক্রিকেটপ্রেমিরা। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত চিটাগং ভাইকিংসের বোলারদের বিপক্ষে অনেকটা অসহায় হয়ে পড়েছে উত্তরবঙ্গের দলটি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত রংপুরের সংগ্রহ ৯ ওভারে ৬ উইকেটে ৩১ রান। উইকেটে রয়েছেন রবি বোপারা ১০ ও মাশরাফি বিন মর্তুজা ০ রানে।

রংপুর রাইডার্সের ব্যাটিংয়ের ধ্বংসযজ্ঞের শুরুটা হয়েছিল ইনিংসের দ্বিতীয় ওভারেই। ফাইলিঙ্ক ঐ ওভারেই ফিরিয়ে দেন অ্যালেক্স হেলস (০) ও মোহাম্মদ মিথুনকে (০)। এর কিছুক্ষণ পরই রাইলি রুশোকে উইকেটের পেছনে মোহাম্মদ শাহজাদের চমৎকারে ক্যাচে ফিরিয়ে দেন আবু জায়েদ। সেই ধাক্কা সামলে ওঠার আগেই রংপুর শিবিরে আবারও আঘাত করেন ফাইলিঙ্ক। ইনিংসের চতুর্থ ওভারের দ্বিতীয় বলে সীমানার কাছে সানজামুলের ক্যাচে মেহেদি মারুফকে ফেরান তিনি। সে সময় মাশরাফি বিন মর্তুজার দরটির রান ৪ উইকেটে মাত্র ১৪ রান।

দলের মহা বিপর্যয়ে রবি বোপারাকে নিয়ে হাল ধরার চেষ্টা করেছিলেন বেনি হাওয়েল। কিন্তু পারেননি তিনি। নাইম হাসানের স্পিনে এ ডানহাতি শেষ পর্যন্ত শর্ট ফাইনলেগে আবু জায়েদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। এর কিছুক্ষণ পরই সেই নাইম হাসানই এলবিডব্লিয়ের ফাঁদে ফেরান ফরহাদ রেজাকে। তাতে অল্প রানে গুটিয়ে যাওয়ায় শঙ্কায় বিপিএল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

আরো পড়ুন