নতুন পরিচয়ের শুরুতেই ধাক্কা খেলেন মাশরাফি

সংসদ সদস্য নির্বাচিত হয়ে এক সপ্তাহ পেরোনোর আগেই নেমেছেন মাঠে মাশরাফি। এমপি পরিচয় নিয়ে সক্রিয় ক্রিকেটার হিসেবে মাঠে নেমেই করেছেন ইতিহাস রচনা। এই ইতিহাস রচনার দিনটিতে বোলিংয়ে চেনা মাশরাফিকেই দেখেছে সবাই। করেছেন শিকার ক্যামেরন ডেলপোর্ট ও নাইম হাসানকে (২/২৪)।

তবে মাঠে যার নেতৃত্ব মানেই সাফল্য, বিপিএলের ৪ ট্রফি উইনার অধিনায়ক কিন্তু নতুন পরিচয়ের অভিষেক দিনটি জয় দিয়ে উদযাপন করতে পারেননি। ৬ষ্ঠ সংস্করণের অভিষেক ম্যাচে ধাক্কা খেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স।

অ্যালেক্স হেলস, রাইলি রুশো, বেনি হাওয়েল, উইলিয়ামসকে একাদশে রেখেও লাভ হয়নি রংপুর রাইডার্সের। বরং যে দলটি শেষ মূহুর্তে জোড়া তালি দিয়ে কোনোমতে গুছিয়েছে ঘর, সেই চিটাগাং ভাইকিংসেই ধাক্কা খেতে হলো মাশরাফির রংপুর রাইডার্সকে।

মাত্র দুই সপ্তাহ আগে যে মাঠে ২০ ওভারে উঠেছে ১৯০ স্কোর, সেই মিরপুরের উইকেট বিপিএলের উদ্বোধনী ম্যাচে হারিয়েছে তার রূপ। চার-ছক্কার দামামা দেখতে এসে হয়েছে হতাশ হাজার পাঁচেক দর্শক। দেখেছে দর্শক বোলারদের ভয়ংকর রূপ। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা থেমেছে ৯৮/১০ এ ! ব্যাটিং পাওয়ার প্লেতে যেখানে ব্যাটে ঝড় ওঠার কথা, সেখানে বোলারদের হাসি হয়েছে চওড়া। রবি ফ্রাঙ্কলিনের প্রথম স্পেলের (৩-০-১০-৩) বিরূপ প্রভাব পড়েছে রংপুর রাইডার্সের ইনিংসে। পাওয়ার প্লেতে তাদের স্কোর মাত্র ২৪/৪। নিয়মিত উইকেট পতনের মধ্যেও এক এন্ড আগলে রেখে লড়েছেন রবি বোপারা। স্লগে রাহিকে ২ ছক্কায় ৪৭ বলে ৪৪ রানের ইনিংসে দলকে তিন অঙ্কের কাছাকাছি নিয়ে গেছেন ইংল্যান্ডের এই নাগরিক। শেষ ৩০ বলে ৪৪ রান উঠেছে তার ব্যাটিংয়ের কারণেই। এমন ম্যাচে ফ্রাঙ্কলিনের ৪ উইকেট (৪/১৫), অফ স্পিনার নাইম হাসানের কার্যকরী বোলিং (২/১৫ পেস বোলার খালেদের ত্রাস ছড়ানো বোলিং (১/১৫) চিটাগাং ভাইকিংসকে উৎসবের উপলক্ষ এনে দিয়েছে।

১২০ বলের ইনিংসে ৬৭টি ডট করলে হতাশ তো হতে হবেই। সেই হতাশই হতে হয়েছে শেষ পর্যন্ত। লো স্কোরিং ম্যাচে ৫ বল হাতে রেখে ৩ উইকেটে জিতেছে মুশফিকুরের দল। আফগান ওপেনার শাহজাদ (২৭) এবং চিটাগাং ভাইকিংস অধিনায়ক মুশফিকুর রহিমের ২৫ রানে চ্যাম্পিয়নদের হারিয়ে দারুণ শুরু করেছে চিটাগাং ভাইকিংস। ব্যাটিং পাওয়ার প্লে’র স্কোরই ৪৫/২ এগিয়ে দিয়েছে ভাইকিংসকে। যার বোলিং করেছে চিটাগাংকে উদ্দীপ্ত, সেই ফ্রাঙ্কলিনের ব্যাট থেকেই এসেছে ম্যাচ উইনিং রান। শফিউলকে এক্সট্রা কভার দিয়ে বাউন্ডারি শটে ম্যাচ উইনার তিনিই।

আরো পড়ুন