ঘোড়া দৌড়ে শেরপুরের নকলা মাতিয়ে গেলেন ‘দ্য হর্স গার্ল’ খ্যাত নওগাঁর তাসমিনা ও জামালপুরের ভিক্ষু মিয়া। উপজেলার বাউসা কবুতরমারী গ্রামের বঙ্গবন্ধু আদর্শ ক্লাবের আয়োজনে গত ৩ ডিসেম্বর বৃহস্পতিবার এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলার কবুতরমারী এলাকায় অনুষ্ঠিত ঘোড় দৌড় প্রতিযোগিতায় দুটি গ্রুপে দেশের বিভিন্ন জেলার প্রায় অর্ধশত ঘোড় সাওয়ার অংশগ্রহণ করে। এতে ‘দাপট’ গ্রুপে ২০জন প্রতিযোগীকে পরাজিত করে ‘দ্য হর্স গার্ল’ খ্যাত নওগাঁ জেলার অষ্টম শ্রেণিতে পড়–য়া তাসমিনা দাপট গ্রুপে চ্যাম্পিয়ন হয়। এছাড়া ‘কদম’ গ্রুপে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন হন জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ভিক্ষু মিয়া। এ গ্রুপেও অন্তত ২৫জন ঘোড় সাওয়ার অংশগ্রহণ করে।
পরে বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে ফ্রিজ ও এলইডি টিভি এবং অংশগ্রহণকারী সকলের হাতে গিফ্ট হ্যাম্পার তুলে দেন আমন্ত্রীত অতিথিরা।
বঙ্গবন্ধু আদর্শ ক্লাবের সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নকলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন। ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শরিফ হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত, জেলা পরিষদের সদস্য সামিউল হক মুক্তা প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তাসমিনা ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঘোড় দৌড়ে অংশ নিয়ে ‘হর্স গার্ল’ নামে খ্যাতি অর্জন করেছে। বিভিন্ন গণমাধ্যম ও ভার্চুয়ালে সে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। তাসমিনা আক্তারকে নিয়ে ফরিদুর রহমানের নির্মিত ‘অশ^ারোহী তাসমিনা’ (তাসমিনা : দ্য হর্স গার্ল) চলচ্চিত্র আন্তর্জাতিক অঙ্গনে চারটি শিরোপা অর্জন করে।