স্টাফ রিপোর্টারঃ“মানবাধিকার লংঘন নয়, মানবতার হোক জয়” এ প্রতিপাদ্যে “সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি মালোশিয়া শাখা”র উদ্যোগে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ৭ জানুয়ারী সোমবার রাতে কুয়ালালামপুরের বিভিন্ন স্থানে এই খাবার বিতরণ করা হয়।
মালোশিয়া শাখার সভাপতি ও বাংলাদেশ শাখার আন্তর্জাতিক বিষয়ক সহকারী যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম জনির ব্যবস্থাপনায় ও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি’র মালয়েশিয়া শাখার সদস্য হৃদয়, জুয়েল এর তত্ত্বাবধানে কুয়ালালামপুরের বিভিন্ন স্থানে ছিন্নমূল লোকদের মাঝে রাতের খাবার ও পানীয় বিতরণ করা হয়।
এসময় সংস্থার চেয়ারম্যান আনোয়ারা-ই-তাসলিমা বলেন, মানবতার জয় হোক। ক্ষুধার্ত লোকদের মাঝে খাবার দেওয়া সামর্থ্যবানদের দায়িত্ব। আপনার আমার একটু সহায়তায় তাদের ক্ষুধা নিবারণ হতে পারে।
এ কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি’র মালোশিয়া শাখার সদস্যবৃন্দ।