কক্সবাজারের টেকনাফে স্বরাষ্ট্র মন্ত্রণলায়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে পাঁচটি দেশীয় বন্দুক ও ২২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্রে জানাগেছে, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে টেকনাফের সাবরাং খুরের মুখ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাবরাং কচুবনিয়ার এলাকার মৃত এনাম শরীফের পুত্র আবদুর রশিদ প্রকাশ ধলাইয়া (৪৭) ও কাটাবনিয়ার আবদুর রহমানের পুত্র আবুল কালাম (৩৫)। দুজনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছেন।